Junk food before driving: জাঙ্ক ফুড খেয়ে গাড়ি চালান? পথ দুর্ঘটনা সম্ভবনা বেশি, বলছে গবেষণা

Outlinebangla Desk: দিনে দিনে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। ভারতে প্রতিদিন পথ দুর্ঘটনায় প্রায় ৪০০ জনের মৃত্যু হয়। পথ দুর্ঘটনার প্রধান কারণ হল চালকের অসাবধানতা। এছাড়া বর্তমানে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার ফলে দুর্ঘটনা অনেকাংশে বেড়ে গেছে। এবার চিনের একদল গবেষকের সমীক্ষায় উঠে এল এক নতুন তথ্য।পথ দুর্ঘটনার সঙ্গে রয়েছে ডায়েটের সম্পর্ক।

সম্প্রতি চিনের গবেষকরা ৪০০ জন ট্রাক ড্রাইভারের উপর সমীক্ষা করে। সেই রিপোর্ট ‘অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন’ জার্নালে প্রকাশিত হয়। সমীক্ষার পর দেখা গেছে, যে সব ট্রাক ড্রাইভাররা শাক-সবজি খান তাঁরা বেশি সতর্ক ভাবে গাড়ি চালান। অন্যদিকে যাঁরা বেশি মাত্রায় প্রোটিন বা ভাজাভুজি জিনিস খান তাঁদের দুর্ঘটনা বেশি ঘটে।

এর কারণ হিসেবে সমীক্ষায় জানা গেছে, অতিরিক্ত প্রোটিন বা জাঙ্ক ফুড হজম করতে শরীরকে বেশি পরিশ্রম করতে হয়। যার ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে।তাই গাড়ি চালানোর আগে এই ধরনের খাবার খেলে দুর্ঘটনা ঘটতে পারে। তবে এটি শুধু ট্রাক ড্রাইভারের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। বিশেষজ্ঞদের মতে সবাই এই সর্তকতা অবলম্বন করতে পারেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস