Do these before losing your phone: পছন্দের ফোন হারিয়ে যাওয়ার আগেই করুন এই কাজগুলি

Outlinebangla: বর্তমানে আমাদের হাতে কিছু থাকুক বা না থাকুক স্মার্টফোন থাকবেই। এটা ছাড়া আমাদের জীবন প্রায় অচল বললেই চলে। দৈনন্দিন জীবনের বেশিরভাগ প্রয়োজনীয় তথ্য রাখা থেকে শুরু করে, অনেক কাজ ও আমরা এখন স্মার্টফোন থেকে করে থাকি। কিন্তু হুট্ করে যদি আমাদের স্বাদের মুঠোফোনটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে পড়তে হয় মহাবিপদে। তাই আগে থেকেই (before losing your phone) সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ।

সতর্কতা অবলম্বনে যা যা করবেন (Do before losing your phone):

স্মার্টফোন বা মুঠোফোন যায় বলি না কেন এটি দুই ভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে একটি বাহ্যিকদিক থেকে অপরটি সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন সমস্যা। তাই প্রথম সমস্যাটির দিকে নজর দিতে সবার আগে একটি ভালো কেস ব্যবহার করুন (before losing your phone), যাতে হাত থেকে স্মার্টফোনটা পড়ে যাওয়ার পরেও সেটি সুরক্ষিত থাকে।

তথ্য সুরক্ষিত রাখার উপায়গুলি (To keep information secure):

স্ক্রিন লক (Screen lock):

নিজের পছন্দের মুঠো ফোনটিকে প্রাথমিক ভাবে সুরক্ষিত রাখতে হলে সবার প্রথমে ফোনটিকে চেহারা বা আঙুলের মাধ্যমে লক রাখুন। তবে যতোই ফিঙ্গারপ্রিন্ট বা ফেসলক দেওয়া থাকুক ফোনে ভালোমানের পাসওয়ার্ড দিতে ভুলবেন না কারণ চুরি বা হারিয়ে যাওয়া ফোন থেকে তথ্য অপরের হাতে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

Before losing your phone bangla information
Do before losing your phone bangla information, Image Source: Google

লোকেশন ফিচারের ব্যবহার (Location feature):

আইফোন হোক বা এন্ড্রোইড যে কোনো ফোনেই সবসময় লোকেশন অন করে রাখুন। এই ফিচারটি কেবলমাত্র ম্যাপ দেখা ছাড়াও আরও বিভিন্নকাজে সাহায্য করবে। আপনার প্রিয় ফোনটি হারিয়ে গেলে ঠিক কোন জায়গা থেকে হারিয়েছে তা জানা যাবে।

ফোন আইডেন্টিফিকেশন নম্বরের কপি রাখুন (IMEI Number):

হঠাৎ করে ফোন হারিয়ে গেলে সেটি খুঁজে বের করতে সবথেকে প্রথমে যে জিনিষটির গুরুত্ব তা হলো ফোন আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর ও সিরিয়াল নম্বর। ফোন হারিয়ে যাওয়ার পর পুলিশের কাছে রিপোর্ট করতে এটি অবশ্যই দরকার। এই কারণেই নম্বরটির কপি নিজে দায়িত্ব নিয়ে যত্নসহকারে তুলে রাখুন (before losing your phone) । এছাড়াও সেটিংসে গিয়ে বা *#06# ডায়াল করলে খুব সহজেই আপনি নিজের ফোনের আইডেন্টিফিকেশন নম্বরটি জানতে পারবেন।
আরও পড়ুন-Applications of artificial intelligence and robot: ভবিষ্যৎ কোন দিকে, জানুন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধে

ডাটা ব্যাকআপ রাখা (Data Backup):

আজকাল দরকারি বেশিরভাগ তথ্য এখানে ওখানেই ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে ফোনের মধ্যে রাখতেই আমরা বেশি স্বাচ্ছন্দ বোধ করি। আর এই সমস্ত তথ্য নিমিষে উধাও হতে পারে যদি আমাদের ফোন হারিয়ে যায় (before losing your phone) । ঠিক এই কারণেই ফোনের সকল তথ্য ক্লাউড স্টোরেজে রাখুন। নিজের মুঠোফোনের সঙ্গে একবার যদি ক্লাউড স্টোরেজ কানেক্ট হয়ে যায় তারপর নিজে থেকেই সমস্ত তথ্য ফোনের বাইরেও জমা হবে।

গুগল, অ্যাপল, স্যামসাং ডিভাইসের মাধ্যমে সাধারণ তথ্যগুলি ছাড়াও ফোন নম্বর, কল হিস্ট্রি এমনকি ফোনের ছোট্ট ছোট্ট মেসেজ পর্যন্ত জমা হয়ে যাবে কাঙ্খিত স্থানে শুধুমাত্র অনুমতির অপেক্ষা। ছবি সংরক্ষণ করে রাখতে আইক্লাউড ফটোজ, ড্রপবক্সে, গুগল ফটোজের মতো স্থান গুলি ব্যবহার করুন।

Lost your phone use Two Factor Authentication,
Lost your phone use Two Factor Authentication, Image Source: Google

টু ফ্যাক্টর অথেন্টিকেশন (Two Factor Authentication):

ফোনে উপস্থিত অ্যাপগুলোর টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে এর ফলে যদি কেউ আপনার ফোন চালানোর চেষ্টা করে থাকে তাহলে নিজের ইমেইল এসএমএস সবকিছুতেই তৎক্ষণাৎ নোটিফিকেশন পাবেন। যদি দুর্ঘটনাবসত নিজের স্মার্টফোনটি হারিয়েও যায় সেক্ষেত্রেও ব্যাকআপ এসএমএস, ইমেইলের মাধ্যমে সকল তথ্য ফিরে পাবেন।

ওয়ারেন্টি এবং ইন্সুরেন্স (Warranty and Insurance):

সমস্ত ফোন কোম্পানি গুলি ইন্সুরেন্স সেবা দেয়না ঠিকই তবে কয়েকটিক্ষেত্রে এক্সট্রা টাকা ব্যয় করলে আপনি এই সুবিধাটি উপভোগ করতে পারেন। এটি শুধুমাত্র ফোন না কাজ করলে সেটি সারিয়ে দেয় তা নয় ফোন হারিয়ে গেলেও সে ব্যাপারে কিছু সুবিধা দিয়ে থাকে তাই ফোন কেনার আগে ওয়ারেন্টি কখনোই ভালোভাবে পড়ে নিতে ভুলবেন না।

হারিয়ে গেলে যেভাবে খুঁজবেন (If phone lost):

আপনার ফোন চুরি হয়েছে সেটা বোঝামাত্রই স্যামসাং ডিভাইস, অ্যাপল কিংবা গুগল থেকে’ ফাইন্ড মায় ডিভাইস ‘পেইজে গিয়ে ফোনটিকে খুঁজে বের করুন। আপনার স্মার্টফোনটি যদি অন থাকে তাহলে সেটা সেই মুহূর্তে ঠিক কোথায় আছে এই পেইজের মাধ্যমে জেনে নিতে পারবেন। এছাড়াও এই পেইজে গিয়ে আপনি ইচ্ছে করলেই নিজের ফোনের কিছু অ্যাপ নষ্ট বা নিষ্ক্রিয় করতে পারেন।
আরও পড়ুন- Story of innocent animals used in research: গবেষণার কাজে ব্যবহৃত নিরীহ প্রাণী গুলির কথা

ফোন নষ্ট হয়ে গেলে যা করবেন (If phone damage):

বিভিন্নরকম দুর্ঘটনা ফোন নষ্ট করতে ওস্তাদ। আপনার ফোনটি যদি জলে পড়ে যায় বা অন্য কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে এই সমস্ত কিছু নির্দেশনা লেখা থাকে ডিভাইসের সঙ্গে দেওয়া কাগজগুলিতেই। নির্দেশনা গুলো পড়ে নিয়ে সেইমতো কাজে লেগে পড়ুন।

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ভার্চুয়ালি সব কাজ করার সুবিধা পেতে পেতে আজকাল ফোন ছাড়া আমরা এক পা চলতেই পারি না। নিজেদের নিত্যসঙ্গী নিজেদের ফোনগুলিকে সুরক্ষিত রাখতে, নিজেদের দরকারি তথ্য গুলির খেয়াল রাখতে উপরিক্ত কয়েকটি নিয়ম গুলি অনুসরণ করে চলুন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস