Kiss: যখন চুমুর অভিব্যক্তিতেই লুকিয়ে থাকে গভীর ভালবাসা

Outlinebangla: শহর জুরে প্রেমের মরশুম। আকাশে বাতাসে বইছে প্রেমের হাওয়া। চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে, প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে পেরিয়ে সবচেয়ে রোমান্টিক এবং বিশেষ দিন আজ ১৩ ফেব্রুয়ারি। ভালোবাসার সপ্তাহের সপ্তম দিন, “কিস ডে”। আজ আপনার প্রিয় মানুষটিকে স্নেহের আবেশে ভরিয়ে তোলার দিন। কিস ডে বা চুম্বন দিবস মানেই ভালোবাসার মানুষকে আলতো ছোঁয়া। এই আলতো ছোঁয়া বা স্পর্শ থেকেই জন্ম নেয় ভালোবাসা। আজকের দিনে প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে বিবাহিত দম্পতিরা একে অপরকে চুম্বন করে নিজেদের ভালবাসার বন্ধনটিকে আরও মজবুত করে তোলে। “কিস” ভালবাসা, স্নেহ, উষ্ণতার প্রতীক। যার ফলে বদলে যায় ভালোবাসার ভাষা। তবে আমরা অনেকেই কিস বা চুম্বনের (Kiss) ধরন জানি না।

আজ আমরা জেনে নেবো ভালোবাসার প্রকাশ ভঙ্গীর ধরণ

quick kiss: ক্যুইক কিস নামটাই বুঝিয়ে দিচ্ছে যে এই চুম্বন নিবিড় নয়। আপনার প্রিয় মানুষের ঠোঁট ছুয়েই ফিরে আসার একটা ধরন।
Eskimo Kiss: এসকিমো কিসের মধ্যে একটা আলাদা অনুভূতি লুকিয়ে থাকে। কাছের মানুষের ঠোঁটে চুম্বনের সঙ্গে সঙ্গে পরস্পরের নাক ঘষাঘষি হয় এই ভঙ্গিমায়। এই কিসে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এক আবেগ লুকিয়ে থাকে।
French Kiss: সবচেয়ে নিবিড় ও রোমান্সের মুহূর্ত তৈরি করে এই কিস ফ্রেঞ্চ। এই চুম্বনে জিভের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
Single lip kiss: এই কিসে একটা ঠোঁটের উপর একটা রেখে চুম্বন। এই কিসে ভালোবাসার বহির্প্রকাশ ঘটে।
Kissing on the ears: এই ধরনের চুম্বন প্রেমের ভাষাকে আরও গভীরতার দিকে নিয়ে যায়। সঙ্গিকে গভীরভাবে ভালো না বাসলে কখনোই তাঁর শরীরের এই জায়গাটিতে চুম্বনের প্রশ্নই ওঠে না।
আরও পড়ুনঃ Hug: জড়িয়ে থাকুন ভালোবাসায়..

Types of Kisses:

Butterfly kiss: চুম্বনের সময় পরস্পরের চোখের পাতা একে অপরকে ছুঁয়ে থাকে। ব্যাপারটা অনেকটা প্রজাপতির পাখা মেলার মতো। তাই একে বলা হয় বাটারফ্লাই কিস।
Spiderman Kiss: চুম্বনের সময় দুই সঙ্গীর মধ্যে একজন আপসাইড ডাউন থাকলে তাকে বলা স্পাইডার ম্যান কিস।
The Lizard Kiss: এককথায় হট কিস হল লিজার্ড কিস। পরস্পরের জিভের স্ট্রোকে এই কিস সম্পন্ন হয়। তবে অন্তরঙ্গ না হলে এই কিস সম্ভব নয়।
Forehead Kiss: এই চুম্বন মূলত বন্ধুত্ব এবং পরস্পরের প্রতি নির্ভরশীলতার প্রতীক!
Stop and Go Kiss: ভ্রাম্যমাণ কালে এই ধরনের চুম্বন করে থাকে যুগল। লং ড্রাইভ হোক বা ট্রেকিং, ক্ষণিক চুম্বন ভালোবাসার মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃ Importance Of Waiting: সত্যিই কি সবুরে মেওয়া ফলে?

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস