Outlinebangla Digital Desk: দিনের শুরুতে এনার্জি পানীয় হিসেবে চা আমাদের শক্তি যোগায়। চা মানসিক অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করে। তার সাথে ঘুম কাটানোর জন্য তো চা আছেই। তবে চা শুধু শরীরকে সতেজ রাখে না। ত্বকের যত্নের জন্যও এর অনেক ভূমিকা আছে। দেখে নেওয়া যাক কীভাবে চা ত্বকের পরিচর্যা করে।
(১) চায়ের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল, সুন্দর ও সজীব রাখতে সাহায্য করে থাকে। চোখের আশেপাশে বলিরেখা দূর করে।
(২) চায়ে থাকা ক্যাফেইন ত্বকের নীচে রক্তজালককে সংকুচিত করে কালো দাগ দূর করতে সাহায্য করে।
(৩) গ্রিন টি প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করা যায়। এটি চমৎকার কাজ করে।
(৪) চোখের আশেপাশে ফোলা ভাব কমাতে পারে চা।
(৫) চায়ের লিকার ঠান্ডা করে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে প্রতিদিন তুলো ভিজিয়ে ব্রণর উপর চেপে রেখে দিলে ব্রণ দূর হবে। এর সাথে ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।
(৬) চুলের বৃদ্ধিতে চা পাতা ব্যবহার করা যায়। চা পাতা ফুটিয়ে সেই জলকে ঠান্ডা করে সেখানে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ চুলে ব্যবহার করলে চুল বৃদ্ধি হয়।