নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ করণা মহামারীর জেরে, বিপর্যস্ত হয়েছে জনজীবন। কাজ হারিয়েছে বহু মানুষ। তাই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এই রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিক দের উদ্দেশ্যে রাজ্য সরকার ঘোষণা করে পরিযায়ী শ্রমিকদের যাদের রেশন কার্ড নেই, তাদের একটি কুপন দেওয়া হবে সেই কুপনে তারা রেশন নিতে পারবেন।

সেই মতো মুরারই দু নম্বর ব্লকের বিডিও জাজিগ্রামে কিছু মেম্বারদের হাত সেই কুপন তুলে দেয়। কিন্তু পঞ্চায়েত মেম্বার পরিযায়ী শ্রমিকদের কুপন গুলি না দিয়ে তাদের কাছের লোকেদের হাতে কুপন গুলি তুলে দেয। এমনই অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা। এই নিয়ে পরিযায়ী শ্রমিকরা মুরারই ব্লকের সামনে বিক্ষোভ দেখিয়ে। ভিডিওর হাতে ডেপুটেশন জমা দেন।
পড়ুন- প্রকৃত শিক্ষার নমুনা, হকারদের পাশে দাঁড়াল সিউড়ীর কলেজর পড়ুয়ারা
কন্টেনমেন্ট জোন গুলিতে আবার নতুন করে শুরু হয়েছে লকডাউন। বহু মানুষ আটকে আছেন বাড়িতে। অনেকেই ভিনরাজ্য থেকে ফিরে আর কাজে যেতে পারছেন না। এদিকে নিজের এলাকাতেও কাজ পাচ্ছেন না তারা। এই অবস্থায় সরকারী সাহায্য তাদের সম্বল কিন্তু সেখানেও এই রকম দুর্নীতির স্বীকার হতে হচ্ছে তাদের।