নিজস্ব সংবাদদাতা, গদাধরপুর: কিষান বিরোধী বিলের প্রতিবাদে সর্বভারতীয় যুব কংগ্রেসের নির্দেশে সোমবার বীরভূম জেলায় যুব কংগ্রেসের নেতৃত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হল বীরভূম জেলার ময়ূরেশ্বর এর গদাধরপুরে। এদিন এই প্রতিবাদ সভায় মোদি সরকারের কুশপুতুল পোড়ানো হয়।
এই সভা এবং বিক্ষোভ প্রদর্শনের উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেসের সভাপতি অর্ঘ্য দাস (বাপ্পা), বীরভূম জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজা, পশ্চিমবঙ্গ কিষাণ কংগ্রেসের সম্পাদক সৈয়দ সিরাজ আলি, যুব নেতা মহামুদ্দিন, যুবনেতা সাইফার,যুবনেতা আঙ্গুর এবং অন্যান্যরা।
রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই পাঞ্জাব, হরিয়াণা-সহ দেশের বিভিন্ন প্রান্তে এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ-প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। বিরোধীদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ করে রাজ্যসভায় পাস হয়ে গেল দুই বিতর্কিত কৃষি বিল (Farm Bill, 2020)। যদিও বিলদ টিকে চাষিদের মৃত্যু পরোয়ানা বলে কটাক্ষ করছেন বিরোধীরা। উলটোদিকে এই বিল পাসকে যুগান্তকারী বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।