Friday, March 31, 2023

শেওড়াকুড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: মহঃ বাজার থানার অন্তর্গত শেওড়াকুড়িতে একটি পরিত্যক্ত হোটেল থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সমর হাঁসদা, বাড়ি মহঃ বাজার থানার অন্তর্গত শেওড়াকুড়ির মহুলবাগান গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬০নং জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত হোটেল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যাক্তি দিনমজুরের কাজ করত, তাছাড়াও গাড়িতে খালাসির কাজও করতো বলে জানা গেছে। মৃতের ভাই বাবু হাঁসদা জানান, দাদাকে কেউ বা কারা পাথর দিয়ে থেঁতলে খুন করেছে।

ওই এলাকার জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত মেম্বার সন্দীপ বাগদি জানান, ছেলেটা কোনরকমে দিনমজুরের কাজ করে সংসার চালাত। সমর হাঁসদা কে কেউ বা কারা রড  বা কোনো ভারী জাতীয় জিনিস দিয়ে আঘাত করে মেরেছে। আমরা চাইছি দোষী কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি আমরা রাখছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহঃ বাজার থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে মহঃ বাজার থানার পুলিশ।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট