আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে দক্ষিণেশ্বর মন্দির। করোনা পরিস্থিতির জন্য এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বর মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয়। ৩১ ডিসেম্বর রাত থেকেই পুজো দেবার জন্য দীর্ঘ লাইন পড়ে যায়। তবে এবার করোনার সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদ ও সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন, ১ জানুয়ারি কল্পতরু উৎসব পঞ্চবটীকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে। এবং বছরের প্রথমদিনে হাজার হাজার দর্শনার্থীর ভিড়ের কারনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই কঠিন হবে।
তাই সকল দর্শনার্থীর সুরক্ষার কথা ভেবেই আমরা ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য মন্দির সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।তবে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকলেও, মন্দিরের ভিতরে পুজো ও হোম হবে। এছাড়াও জানা গিয়েছে, চলতি বছরে কল্পতরু উৎসব পালন হবে না কাশীপুর উদ্যানবাটিতে।