আউটলাইন বাংলা ডেস্কঃ গতকাল অর্থাৎ বুধবার উপত্যকায় ৩৭০ ধারা (Article 370) বিলোপ ও কাশ্মীর (Kashmir) রাজ্যের পুনর্গঠনের এক বছর সম্পন্ন হতে চলেছে। গত বছর ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরে সম্পূর্ণ এক নতুন ইতিহাস তৈরি করেছিল। ওই দিন কেন্দ্রীয় সরকার উপত্যকায় সংবিধানের ৩৭০ ধারাও বিলোপ করে, সাথে সাথে জম্মু ও কাশ্মীরকে নতুন করে কেন্দ্রশাসিত অঞ্চলের রুপ দেয়। তবে বর্তমানে লাদাখ ও কার্গিল দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। তাই উপত্যকায় ৩৭০ ধারা (Article 370) বিলোপ ও কাশ্মীর (Kashmir) রাজ্যের পুনর্গঠনের বর্ষপূর্তিতে বিচ্ছিন্নতাবাদীরা যাতে কোনো রকম বিক্ষোভ দেখাতে না পারে তার জন্য আগাম সতর্কতায় আজ ৪ তারিখ অর্থাৎ আজ মঙ্গলবার ও ৫ তারিখ বুধবার জম্মু ও কাশ্মীর জুড়ে জারি থাকবে কার্ফিউ।
গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে পাকিস্তানি জঙ্গি উপত্যকায় হামলা করতে পারে। তাই গোয়েন্দা বিভাগের কথা অনুযায়ী আজ ও আগামিকাল জম্মু ও কাশ্মীর জুড়ে জারি থাকবে কারফিউ। আজ সকাল থেকেই জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তারক্ষীরা সর্বদাই টহলরত। এছাড়াও নাকা চেকিং চলছে শহরের বিশেষ বিশেষ জায়গায়। তবে এই বিষয়ে শ্রীনগর প্রশাসনের তরফে জানা গিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ৫ আগস্ট দিনটিকে কালা দিবস হিসাবে পালন করেন।
The preparations start a full 24 hours earlier this year compared to 2019 with Srinagar, and I presume the same is being done across the valley, being placed under strict curfew from tonight for the next two days. pic.twitter.com/WBpCAxrs2G
— Omar Abdullah (@OmarAbdullah) August 3, 2020
তাই জঙ্গিরা কোনো রকম দুর্ঘটনা ঘটানোর আগে ভাগেই নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে। সুত্রের খবর অনুযায়ী আজ সকালেই শ্রীনগর বারামুলা-ন্যাশনাল হাইওয়ের কাছে আইইডি বিস্ফোরক উদ্ধার হয়েছে। আজ সকাল থেকেই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ, রাস্তায় কোনো যানবাহন নেই।
An Improvised Explosive Device (IED) like object that was recovered by troops of 29RR on Srinagar-Baramulla National Highway was destroyed by bomb disposal squad: Army #JammuAndKashmir pic.twitter.com/2VEgXukYX5
— ANI (@ANI) August 4, 2020