Wednesday, March 22, 2023

কাশ্মীরে ফের জঙ্গি হামলা! এলোপাথাড়ি গুলির লড়াইয়ে শহিদ ১ CRPF জওয়ান, জখম ৩

আউটলাইন বাংলা ডেস্কঃ কাশ্মীরে ফের জঙ্গি হানা। আজ সকাল ৭.৩৫-এ কাশ্মীরের সোপরে (Sopore) নাকা চলাকালীন CRPF জওয়ানদের লক্ষ্য করে আচমকাই এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক CRPF জওয়ানের। সঙ্গে আহত হয়েছেন আরও তিনজন CRPF জওয়ান। হঠাৎ এই হামলার ফলে এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতির ফলে পাল্টা গুলি চালাতে শুরু করে CRPF জওয়ানরা। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর জঙ্গিরা পালিয়ে যায়।

এই ঘটনার পর জম্মু কাশ্মীর পুলিশের আইজি দিলবাগ সিং জানান, সকাল ৭.৩৫-এ কাশ্মীরের সোপরে (Sopore) মডেল টাউনে টহলদারি ও নাকা চলাকালীন CRPF জওয়ানদের লক্ষ্য করে আচমকাই এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। আচমকা এই হামলার ফলে বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন, এবং কয়েকজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এছাড়াও তিনি জানান ওই সময় ঘটনাস্থল দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলেন এক সাধারণ নাগরিক। এবং জঙ্গিদের গুলি গিয়ে লাগে ওই ব্যক্তির গায়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরই গোটা এলাকা CRPF জওয়ানরা ঘিরে ফেলেছে। এবং গোটা এলাকা তল্লাশি চালানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট