আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজকাল বাঘ নাকি গান গায়, গর্জন করে না। শুনে অবাক হলেও এই রকম দেখা যাচ্ছে একটি ভিডিওতে। ঘটনাটি ঘটেছে সাইবেরিয়ার Barnaul এর একটি সার্কাসে। সেই বাঘকে দেখতে উপচে পড়েছে ভিড়। আট মাস বয়সী ব্যাঘ্র শাবক গর্জনের বদলে গান শোনাচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে,বাঘটি ছোট থেকেই এই রকম ডাক ছাড়ে। Vitas নামের এই ব্যাঘ্র শাবকটিকে দেখতে দলে দলে মানুষ আসছে। এখন সার্কাসের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই বাঘটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ শাবকটির ডাক রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
এছাড়াও জানা গিয়েছে শাবকটির ভোকাল কর্ড এখনো ঠিকঠাক গঠন হয়নি। ফলে গর্জনে সমস্যা হচ্ছে। শেরখান ও বাঘিরার চতুর্থ সন্তান ভিটাস ২০২০ সালের জুন মাসে জন্মেছিল।
দেখুন ভিডিওঃ
WATCH: Meet the young tiger who makes soft melodic sounds at a Russian zoo pic.twitter.com/xqVBROlggC
— Reuters (@Reuters) February 27, 2021