আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ সমস্ত দেশবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি মাসের ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া। গতকাল অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) করোনা টিকা সম্পর্কিত নানান কর্মসূচী নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
তবে সুখবর হল, আজ পুণের সেরাম ইন্সটিটিউট থেকে বিশেষ বিমানে করে কলকাতায় আসছে প্রায় ৭ লক্ষ করোনা ভ্যাকসিন। জানা গিয়েছে সমস্ত ভ্যাকসিন বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হবে। এবং তারপর নির্দিষ্ট সময়ে রাজ্যের হাসপাতাল গুলিতে পৌঁছাবে।
CORRECTION: The vaccine would be available at the price of Rs 200 per dose*: Serum Institute of India (SII) officials#COVID19 https://t.co/9NdDRYXrGj pic.twitter.com/E2j0Ogv045
— ANI (@ANI) January 11, 2021
করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সর্বপ্রথম টিকা দেওয়া হবে সারা দেশে তিন কোটি স্বাস্থ্যকর্মীকে। এরপরই যাঁদের ৫০ বছরের ঊর্ধ্বে বয়স তাঁরা পাবে করোনার টিকা। সব মিলিয়ে ২৭ কোটি দেশবাসীকে করোনার টিকা দেওয়া হবে।