Monday, March 27, 2023

লাগামহীন সংক্রমণ, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৮৩ হাজার ৮৮৩ জন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশে করোনার সংক্রমনে কোনো ভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা নিজের রেকর্ড নিজেই প্রতিদিন ভেঙে চলেছে। এবার ১ দিনে সংক্রামিত ৮৩ হাজার ৮৮৩ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) এই মুহূর্তে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ হাজার ৩৭৬ জন। তবে আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭০ হাজারের মানুষ। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯৩ জন।

এবং দেশে ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮ জন করোনা রোগী চিকিৎসাধীন। তবে বৃহস্পতিবার আইসিএমআর-এর রিপোর্ট অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ৫৫ লক্ষ ৯ হাজার ৩৮০টি নমুনা পরিক্ষা করা হয়েছে। তবে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে করোনা তার পরিধি ক্রমশ বাড়িয়ে চলেছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট