করোনা পরিস্থিতিতে ভারত থেকে অস্ট্রেলিয়া গেলে পাঁচ বছরের জেল, দিতে হবে ফাইন, কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সুনামির মত সারাদেশে ছড়িয়ে পড়েছে। ভারতের অবস্থা ভয়াবহ হওয়ায় অস্ট্রেলিয়া সরকার নির্দেশ জারি করেছে, অস্ট্রেলিয়ার নাগরিক যারা ভারতে ১৪ দিন ধরে ছিলেন বা আছেন তারা এই মুহূর্তে ভারতে থেকে অস্ট্রেলিয়া ফিরতে পারবেন না। এর সাথে বলা হয়েছে যদি কেউ আইন না মানেন সেক্ষেত্রে ৫ বছরের জেল অথবা ৬৬ হাজার ডলার ফাইন দিতে হবে।

অস্ট্রেলিয়া সরকার এর আগেও বিমান পরিষেবা বন্ধের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। ১৫ই মে পর্যন্ত ভারত থেকে কোন বিমান অস্ট্রেলিয়া যেতে পারবেনা। যাতে ভারতের মতো অস্ট্রেলিয়ার কোভিড পরিস্থিতি ভয়াবহ না হয়, তাই ফের এই নতুন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া সরকার। তবে এই সিদ্ধান্তের পর অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রতিদিন রেকর্ড সংখ্যক লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার আক্রান্তের সংখ্যা চার লক্ষের গন্ডি ছুঁতে চলেছে। এই রকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার নিজের দেশকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস