আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফের অমানবিক ঘটনা। করোনা আক্রান্ত যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) পাঠানমথিত্তা জেলায়। পুলিশ সূত্রে খবর একই পরিবারের দুই মহিলা কোভিড -১৯ পজিটিভ দেখা দেয়, সেকারনে ওই দুই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রথমে এক মহিলাকে স্থানীয় কোভিড হাসপাতালে নামান অ্যাম্বুলেন্স চালক
এবং আর এক মহিলাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, পুলিশ জানিয়েছে অ্যাম্বুলেন্স চালক তাঁর গাড়ি একটি ফাঁকা মাঠে থামিয়ে ওই মহিলাকে ধর্ষণ করে। পুলিশ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক নানা অপরাধের সঙ্গে যুক্ত। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা। তিনি পুলিসকে জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার।