Thursday, March 23, 2023

COVID-19 impact: যাত্রী সংখ্যার রাশ কমাতে প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আগামীকাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে আনলক-৪ (Unlock 4) পর্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নির্দেশিকায় (Guidelines) বলা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গোটা দেশে ধাপে ধাপে করোনা সচেতনাতার বিধি মেনে চলবে মেট্রো (Metro)। আনলক-৪ (Unlock 4) পর্বে মেট্রো চলাচলের অনুমতি মিললেও, লোকাল ট্রেন চলাচলে ব্যপারে এখনও সেভাবে কোনো নির্দেশিকা মেলেনি।

তবে লোকাল ট্রেন চালু করার বিষয়ে অনুমতি পেতে আগে থেকে একাধিক পদক্ষেপ নিচ্ছে রেল কর্তৃপক্ষ। জানাগিয়েছে প্ল্যাটফর্ম যাত্রী সংখ্যা কম করার জন্য প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া ৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। সুত্রের খবর অনুযায়ী গত সপ্তাহে ভারচুয়াল মিটিংয়ে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছিলেন প্ল্যাটফর্মে অহেতুক ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া ৫০ টাকা করা হোক।

এই বিষয়ে হাওড়া ও শিয়ালদহের DRM ইশাক খান ও এসপি সিং দুজনেই জানিয়েছেন, বোর্ডের তরফে নির্দেশ পেলে নতুন ভাড়া কার্যকর হবে। করোনা আবহে স্টেশনগুলিতে হকার ও অবৈধ প্রবেশকারী রুখতে প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি অনেকটা জরুরী।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট