Monday, March 27, 2023

৭৩ লাখের গণ্ডী পার করলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ৭৩ লাখের গণ্ডী পার করলো ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India)। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে ৬৭ হাজার ৭০৮ জন নতুন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৩ লাখ ৭ হাজার ৯৮ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮০।

দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ২৬৬ জন। তবে এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেস ৮ লাখ ১২ হাজার ৩৯০। এবং করোনাকে জয় করেছেন ৬৩ লাখ ৮৩ হাজার ৪৪২ জন।

তবে এই মুহূর্তে আশার বিষয় হল ভারতে সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই প্রায় ৮৭.৫ শতাংশ। এবং মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। দেশের তিনটি রাজ্যে করোনা তার পরিধি ক্রমশ বাড়িয়েই চলেছে। রাজ্য গুলি হল মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরালা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট