Monday, March 27, 2023

৫০ লাখ ছাড়ালো ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে সংক্রামিত ৯০ হাজার ১২৩ জন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার সংক্রমণ দিন দিন ক্রমশ বেড়েই চলেছে, কোনো ভাবেই রোখা সম্ভব হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় আজ বুধবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়িয়ে গেল। একদিনে সংক্রমণ নিরিখে বিশ্বে প্রথম স্থানে ভারত।

আজ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন। গতকাল করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে ১ হাজার ২৯০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন। ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৭৮ শতাংশ।

করোনা সংক্রমনের নিরিখে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা ৬৬ লক্ষ্যেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, মোট আক্রান্ত সংখ্যা ৫০ লক্ষ্যেরও বেশি। এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল, মোট আক্রান্ত সংখ্যা ৪৩ লক্ষ ৮২ হাজার। তবে করোনা তার পরিধি ক্রমশ বাড়িয়ে চলেছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট