আউটলাইন বাংলা ডেস্কঃ ১৫ অগাস্টের মধ্যে বাজারে করোনার টিকা আনার পরিকল্পনা করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ICMR। আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গব ১৫ই অগাস্টের মধ্যে যাবতীয় পরীক্ষা নিরিক্ষা শেষ করে ফেলার জন্য অনুরোধ করেছে ভারত বায়োটেককে এমনটাই জানা যাচ্ছে।
হায়দরাবাদের ভারত বায়োটেকের সঙ্গে টিকা প্রস্তুত করার কাজ চলছিল। সার্স-করোনাভাইরাস জীবাণুর একটি অংশ থেকে তৈরি হয়েছে করোনা রগেরে এই টিকা। দেশে তৈরি এই প্রথম করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল হবে এই খবর আগেই প্রকাশিত হয়েছিলো। এটি ভারতের একটি বড় সাফল্য রুপে বিবেচিত হবে তা বলার অপেক্ষা রাখে নয়া। এ মাসের ৭ তারিখের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত সমস্ত বিষয় ল্যাব গুলিকে দেখতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারে টিকা আনা যায়।
আরও পড়ুন- করোনা সংক্রমণের নিরিখে রাশিয়াকে এবার পিছনে ফেলবে ভারত
আইসিএমআর বলেছে, ১৫ অগাস্টের মধ্যে এই টিকা বাজারে আনার পুরোদমে চেষ্টা চালাচ্ছে তারা। ভারত বায়োটেক চেষ্টা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার। সারাদেশ এখন করোনা ভাইরাসের টিকার দিকে তাকিয়ে আছে। ওদিকে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন। এখন আশার আলো এই টিকা।