আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে দেশবাসীর। চলতি মাসের ১৬ তারিখ থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হবে। আজ শনিবার এমনটাই জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক। করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সর্বপ্রথম টিকা দেওয়া হবে সারা দেশে তিন কোটি স্বাস্থ্যকর্মীকে। এরপরই যাঁদের ৫০ বছরের ঊর্ধ্বে বয়স তাঁরা পাবে করোনার টিকা। সব মিলিয়ে ২৭ কোটি দেশবাসীকে করোনার টিকা দেওয়া হবে।
আজ করোনার টিকা সংক্রান্ত আলোচনার জন্য ক্যাবিনেট সচিব, মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব এব অন্যান্য সিনিয়র আধিকারিকরা সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে প্রত্যেক রাজ্য কতটা প্রস্তুত করোনা টিকা করনের জন্য তা নিয়েও আলোচনা করেন তিনি। সমস্ত দিক বিবেচনা করে আগামী ১৬ জানুয়ারি দেশজুড়ে টিকাকরণ শুরু হবে।
আরও পড়ুনঃ সুখবর, DA বাড়ল রাজ্য সরকারের কর্মীদের
টুইটটি দেখুনঃ
Vaccination drive to kick off on 16th Jan, 2021. Priority will be given to the healthcare workers and the frontline workers, estimated to be around 3 cr, followed by those above 50 years and the under-50 population groups with co-morbidities numbering around 27 cr: Govt of India pic.twitter.com/M4CzcBzMqf
— ANI (@ANI) January 9, 2021
ইতিমধ্যেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুই করোনা টিকাকে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে বলে জানিয়েছে DCGI। তবে এর আগে শোনা গিয়েছিল যে ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে করোনার টিকাকরণ। তবে ১৩ তারিখ নয়, দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হবে আগামী ১৬ জানুয়ারি।
টুইটটি দেখুনঃ
PM Modi chaired a high-level meeting to review status of #COVID-19 in the country along with preparedness of the State/UTs for COVID vaccination, today. Meeting was attended by Cabinet Secretary, Principal Secretary to PM, Health Secretary, & other senior officials: Govt of India https://t.co/grfgIRk6wt
— ANI (@ANI) January 9, 2021