Outlinebangla Digital Desk: এতদিন সবাই জানত করোনার প্রকোপে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায়। কিন্তু গবেষণায় দেখা গেছে, কোভিডের প্রভাব পড়ছে মস্তিষ্কে। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়, করোনা সংক্রমণের ফলে ক্ষতি হচ্ছে মস্তিষ্কের গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। এর ফলে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
গ্রে ম্যাটার মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াবদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলাফেরা থেকে স্মৃতিশক্তি এবং বিভিন্ন আবেগ নিয়ন্ত্রণ সবই এর উপর নির্ভর করে। কিন্তু কোভিড আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের গ্রে ম্যাটার আয়তন কমছে। ফলে স্নায়ুতন্ত্রের উপরেও প্রভাব ফেলতে পারে। এর জন্য মনসংযোগের অভাব বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে।
ব্রিটেনে ইউকে বায়োব্যাঙ্ক নামক একটি সংস্থা করোনা সংক্রমণ শুরুর আগে ৪০ হাজার মানুষের মস্তিষ্কের স্ক্যান করেছিল। এদের মধ্যে যাদের করোনা সংক্রমণ হয়েছিল তাদের মস্তিষ্কের আবার পরীক্ষা করা হয়। এইরকম ৭৮২ জন করোনা আক্রান্তের উপর পরীক্ষা করে দেখা গেছে অধিকাংশের ক্ষেত্রেই মস্তিষ্কের গ্রে ম্যাটার ক্ষতি হয়েছে।