আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনা আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)। জানাগিয়েছে, গত মঙ্গলবার থেকেই তিনি সর্দি-কাশি ও হালকা জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে, এমন পরিস্থিতিতে গতকাল অর্থাৎ বুধবার করোনা পরিক্ষা করান তিনি। আজ অর্থাৎ বৃহস্পতিবার করোনা পরিক্ষার রিপোর্টে পজিটিভ আসে। এই মুহূর্তে তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chattopadhyay) পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। এবং গত মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও প্রচুর মানুষের সংস্পর্শে আসেন। আর তারপরই মঙ্গলবার রাত থেকেই শোভনবাবুর শারীরিক ভাবে অসুস্থতা বোধ করনে। বুধবার করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্টে পজিটিভ আসে। পরিবার সূত্রের খবর, করোনার উপসর্গ থাকলেও ভয়ের তেমন কারন নেই।