Outlinebangla Desk: ফের করোনা আতঙ্ক ছড়াচ্ছে চিন। করোনার নয়া স্ট্রেন ‘ডেল্টা’-র সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। উত্তর চিনের নানজিং প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়ছে করোনার এই স্ট্রেন। করোনার এই ডেল্টা রূপ এর আগে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কোভিড সংক্রমণ রুখতে কড়া বিধি-নিষেধ চালু হয়েছে চিনে।
জানা গেছে, বিমানবন্দর থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছে সংক্রমণ।শেষ শীতে চিনে করোনার সংক্রমণ দেখা দিয়েছিল। ফের তা দেখা দিল জুলাইতে। চিনের প্রশাসনের তরফে জানিয়েছে, করোনার নতুন স্ট্রেন ডেল্টা ভাইরাসে প্রথম আক্রান্ত হন নানাজিং প্রদেশের বিমানবন্দর কর্মীরা। সেখানে থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। বৃহস্পতিবার ২০০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। এক ধাক্কায় চিনে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে।
তবে শুধু নানাজিং প্রদেশে নয়। করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পায়নি রাজধানী বেজিংও। চিনের রাজধানীতেও ডেল্টা রূপে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। চিনের প্রশাসন জানিয়েছে, ওই ব্যক্তি নানাজিং দিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমণ নিয়ে বেজিংয়ে এসেছেন।