দু-সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দেখে নিন

আউটলাইন বাংলা ডেস্কঃ একই মাসে দু দু-বার মুল্য বৃদ্ধি রান্না গ্যাসের। বাজেট শেষের পরেই রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে এবার একলাফে বৃদ্ধি পেল ৫০ টাকা। একই মাসে ৭৫ টাকা দাম বৃদ্ধি ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। একলাফে দাম বৃদ্ধির ফলে কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হল ৭৯৫ টাকা ৫০ পয়সা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে গ্যাসের দাম চারবার বৃদ্ধি পেল।

বাজেটের পরই বিভিন্ন দ্রব্যের উপর দফায় দফায় মূল্য বৃদ্ধির ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমজনতা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম তবে এবার বাড়ল রান্নার গ্যাসের দাম। প্রসঙ্গত, কেন্দ্র এবছর গ্যাসের ভর্তুকিও অর্ধেক করেছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস