আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়েছে। যার ফলে ভারত প্রায় বিপর্যস্ত। এই সময় বিশ্বের বহু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। ওষুধ, অক্সিজেন দিয়ে সাহায্য করছে। এবার ভারতের পাশে দাঁড়িয়েছে বেলজিয়াম। বেলজিয়াম থেকে করোনার ওষুধ রেমডেসিভির এসে পৌঁছেছে ভারতে।
ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষের গণ্ডি পেরিয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, করোনা মোকাবিলার জন্য বেলজিয়াম ভারতকে ৯ হাজার ভায়াল রেমডেসিভির দিল। বেলজিয়াম থেকে পণ্যবাহী বিমানে করে এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ নয়াদিল্লিতে এসে পৌঁছেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমাদের ইউরোপীয় ইউনিয়নের সহযোগীর এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি।”
Consignment of 9000 vials of Remdesivir arrives in India from Belgium
“Shared interests and shared commonalities! Welcome consignment of 9000 vials of Remdesivir from our EU partner Belgium”: Ministry of External Affairs (MEA) spokesperson Arindam Bagchi
Images courtesy: MEA pic.twitter.com/L8T2uI52VG
— ANI (@ANI) May 2, 2021
অন্যদিকে, এএনআই আরও জানিয়েছে আজ ফ্রান্স থেকে একটি পণ্যবাহী বিমান চিকিৎসার সরঞ্জাম নিয়ে ভারতে এসেছে। এছাড়া গতকাল অর্থাৎ শনিবার রাতে উজবেকিস্তান থেকে ১০০ টি অক্সিজেন কনসেনট্রেটর এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি বিমান দিল্লি পৌঁছায়। গতকাল আমেরিকা থেকেও ১০০০ অক্সিজেন সিলিন্ডার, রেগুলেটর নিয়ে একটি পণ্যবাহী বিমান ভারতে এসেছে।
A flight from Uzbekistan, carrying oxygen concentrators, and other medical supplies arrived at Delhi airport.#COVID19 pic.twitter.com/hsmtJIOGtc
— ANI (@ANI) May 1, 2021