জ্বালানির দাম নিয়ে উদ্বেগ, মোদির পদত্যাগের দাবি জানালেন অনুব্রত মণ্ডল

নিজস্ব সংবাদদাতা, রিনটু পাঁজা বীরভূম: পেট্রোল ও ডিজেসের মূল্য বর্তমানে আকাশ ছোঁয়া। পেট্রোলের দাম নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ ময়ূরেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস এর ডাকে একটি বিশাল মহিলা সভার আয়োজন করা হয় ময়ূরেশ্বর ২নং ব্লকের কোটাসুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের। সভার শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মোদি সরকারের দিকে অঙ্গুল তুলে বলেন, “গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছেন মোদি, পেট্রোলের প্রায় লিটার প্রতি ১০০ টাকা দাম হবার জন্য মোদির পদত্যাগের দাবি জানান তিনি।”

আজ ওই মহিলা সভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, রামপুরহাটের মহকুমার অবজারভার ত্রীদিব ভট্টাচার্য, বিধায়ক অভিজিৎ রায়, সাহারা মন্ডল বীরভূম জেলা তৃণমূল মহিলা সভানেত্রী, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি অনুব্রত মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ্য, গত কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাইতে তেল ও গ্যাস সংক্রান্ত একটি প্রকল্প উদ্বোধন করেন। এবং জ্বালানির আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জন্য পূর্বতন সরকারকে দায়ী করেছিলেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,918FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস