Friday, March 31, 2023

Colour and human psychology: রঙই বলে দেবে আপনার মনের অবস্থা! জানেন কিভাবে

Outlinebangla: বাস্তবে আমরা যেদিকে তাকায় সেদিকেই কত রকম রঙ (Colour), চারিদিক রঙ দিয়ে মোড়ানো আমাদের পৃথিবী। শুধুই কি বাস্তব! আমাদের দুই চোখের স্বপ্নেও রঙ, আমাদের কল্পনার জগতেও রঙ (Colour and human psychology)। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা উইল প্যাকার বলেছিলেন, ‘আমার ভাবনা আকাশের মতো অসীম। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর আমার সব স্বপ্নগুলো উজ্জ্বল রঙে রাঙানো'(Colour and human psychology)।

রঙ যদি না থাকতো(Colour)

আচ্ছা কোনোকিছুতে যদি রঙ না থাকতো? তাহলে জীবনে এতো বৈচিত্র ও আসতো না। মানুষের প্রথম ভাষার উপকরণ ই তো রঙ। রঙ যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবী এতো সুন্দর হতো না, নানান রঙের সমাহার ঘটেছে বলেই পৃথিবীকে এতো ভালো লাগে (Colour and human psychology)। আমাদের মনে জাগে ভালোবাসার অনুভূতি। রঙ নিয়ে পাবলো পিকাসো বলেছেন, “আবেগের পরিবর্তন করাই হলো রঙের বৈশিষ্ট্য। “তাহলে রঙ কি সত্যিই আমাদের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে? চলুন আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি (Colour and human psychology)।

রঙ আসলে কি? (What is Colour):

১৬৬৬ সালে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন যে, যখন পরিপূর্ণ সাদা আলো একটি স্বচ্ছ প্রিজমের মধ্য দিয়ে যায় তখন তার ভিতরে থাকা প্রতিটি রঙ পৃথক পৃথক ভাবে দৃশ্যমান হয়। নিউটন এও বলেন যে, প্রতিটি রঙ একটি নিদিষ্ট তরঙ্গদৈর্ঘ্য এর হয়ে থাকে, যাকে এর চেয়ে বেশি ভাগ করা যায় না। আরও গবেষণায় জানা গেছে, একাধিক তরঙ্গদৈর্ঘ্যের আলো মিশিয়ে কোনো একটি নিদিষ্ট রঙ তৈরী সম্ভব।

Colour and human psychology

বিভিন্ন রঙের মনস্তাত্বিক প্রভাব (Colour and human psychology):

লাল(Red): লাল রঙ দেখলে আমাদের সবথেকে প্রথমে যে জিনিষটার কথা মনে আসে তা হলো ভালোবাসা ,লাল কে আমরা ভালোবাসার রঙ বলেই চিনি। পর মুহূর্তেই বিপ্লব, আন্দোলনের কথা মাথায় আসে। আলোর মধ্যে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় লালকে শক্তিশালী রঙ বলা হয়। এই রঙ এর তীব্র উজ্জ্বলতা আমাদের মনোযোগকে খুব সহজেই আকর্ষণ করে ফেলে। সাইকোলজিস্টদের মতে লাল রঙ ক্ষুদা বৃদ্ধি করে (Colour Psychology), ডিপ্রেশন কমায় এবং রাগান্বিত মনোভাবের বৃদ্ধি ঘটায়।
আরও পড়ুন: Lipstick Color: শুধু ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি নয়! লিপস্টিকের রং বলে দেবে আপনার মনের অবস্থা

বেগুনি(Purple): বেগুনিকে বলা হয় উচ্চ চিন্তাশক্তির প্রতীক। এটি একটি অস্বাভাবিক এবং রহস্যময় রঙ। একে বলা হয় রাজকীয় রঙ। বেগুনির অতিরিক্ত পরিমানে ব্যবহার অনেকবেশি আত্মনিষ্ঠতা আনতে সক্ষম। বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য অত্যন্ত কম। বেগুনি রঙ সমকামিতার সাথে যুক্ত এবং নারীবাদ দ্বারা গৃহীত হয়। আমরা বুঝতে পারছি এই রঙ এর মধ্যে অনেক অস্পষ্ট অর্থ লুকানো আছে । বেগুনি রঙ সবরকম প্রবলেম সলভিং স্কিলসগুলোর বিকাশ সাধন করে, পাশাপাশি সৃজনশীলতা বিকাশে এই রঙ এর ভূমিকা রয়েছে ।

কমলা(Orange): কমলা রঙ অবিলম্বে মনোযোগ আকর্ষণ করে। কালার সাইকোলজি অনুসারে কমলা-অযৌক্তিকতা, শক্তি, রূপান্তর এবং একবচন প্রতিনিধিত্ব করে। ‘হলুদ আর লাল রং সহযোগে উৎপন্ন কমলা রংটি খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে পোশাক এবং ব্র্যান্ডিংয়ে কমলার ব্যবহার বেশ চোখে পড়ে উজ্জ্বলতা ও উষ্ণতার সাথে যুক্ত কমলা রঙ মানুষকে আশাবাদী করে তোলে (Colour Psychology) এবং ক্ষুধাকে উদ্দীপিত করে শক্তির বিস্ফোরণ ঘটায়।
আরও পড়ুন: Benefits of Reading Books: জানেন কি মানুষকে সম্পূর্ণ রুপে বদলে দিতে পারে বই

সবুজ(Green): সবুজকে মনে করা হয় সবচেয়ে পরিপূর্ণ রং। পৃথিবীজুড়ে সবুজের উপস্থিতি নিশ্চিত করে প্রাণের অস্তিত্ব। তাই একে নিশ্চয়ই তার প্রতীক বলা যায়। সবুজ সম্পূর্ণরূপে নির্দোষ রং নয়। সবুজ বিষ বা বিপদজনক পদার্থের সাথে যুক্ত হতে পারে। সবুজ রং কোন ডিসিশন নিতে সাহায্য করে।

কালো: যে সমস্ত ব্যাক্তি কালো রং পছন্দ করেন তাঁরা জীবনে উন্নতি করতে পারেন। পরিবর্তন খুব বেশি পছন্দ করেন না, এরা ঐতিহ্য বহন করে যেতে ভালোবাসেন। কালো রং প্রিয় মানুষ গুলো কর্তৃত্ব ফলাতে ভালোবাসেন।

আকাশি নীলঃ যদি কোনো নারী বা পুরুষের আকাশি নীল রং পছন্দ হয় তাহলে বুঝতে হবে তাঁরা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে চলতে জানে। এরা ভালো মনের অধিকারি হয়। এমন নারী বা পুরুষদের ওপর বিশ্বাস করা যায়।
আরও পড়ুনঃ Decision making skills: উদ্বিগ্ন হবেন না, সিদ্ধান্ত নিন সাতপাঁচ ভেবে

হলুদ: এই রং যাদের পছন্দ তারা অত্যন্ত আশাবাদী ও ইতিবাচক চিন্তাধারার অধিকারি হন। হাসি খুশি থাকতেই ভালোবাসেন। হলুদ যাঁদের প্রিয় রং, তাঁরা সৎ ও নিষ্ঠাবান ও ধার্মিক প্রকৃতির মানুষ হন।

মনের উপর রঙের প্রভাব (Colour and human psychology)

বিভিন্ন রং এভাবেই আমাদের মনের উপর প্রভাব ফেলে চলেছে প্রতিনিয়ত। সবশেষে উইল প্যাকারের মতে আমরা আশা করবো,”আমাদের সবার জীবন হোক রঙিন, কল্পনাগুলো হোক আকাশ ছোঁয়া স্বপ্নগুলো হোক উজ্জ্বল রঙে রাঙানো।”

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট