Monday, March 27, 2023

গালওয়ান উপত্যকায় কড়া নজর ভারতের, পিছু হটল চীন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ লাদাখে সিমান্তে ১৫ জুন ভারত-চিন সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত গালওয়ান উপত্যকা। ভারত চিন সংঘর্ষের পর থেকেই দুই দেশের সেনা কর্তারা দফায় দফায় আলোচনা করেছেন। এই সবকিছুর মাঝেই চিনা সেনারা অবশেষে গালওয়ান উপত্যকা থেকে পিছু হঠল। তবে শুধু চিনা সেনারা না ভারতীয় সৈনিকরাও পিছিয়ে এসেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর গত ৩০ জুন সেনা সরিয়ে নেওয়ার ব্যপারে একটি রোডম্যাপ তৈরি হয়েছে। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে খবর গালওয়ান নদী সংলগ্ন এলাকাগুলি থেকে চিনা সেনারা তাদের তাবু ও সমস্ত যানবাহন নিয়ে ১ থেকে ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে।

জানা গিয়েছে দুই দেশের মধ্য সংঘর্ষের রেষারেষি কমাতে তৈরি করা হয়েছে বাফার জোন। ভারতীয় সেনা সূত্রে খবর, সীমান্তের ডেপথ এরিয়ায় চিনা সেনাদের এখনও কিছু গাড়ি রয়েছে, এর ফলে মনে করা হচ্ছে চিন যথেষ্ট সেনা ও বিশেষ কিছু সরঞ্জাম মজুত রাখছে। তবে এই গোটা পরিস্থিতির উপর ভারতীয় সেনারা কড়া নজর রাখছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট