Outlinebangla Digital Desk: সারা বিশ্ব যখন করোনা মোকাবিলায় ব্যস্ত, তখন মহাকাশে ইতিহাস গড়ল চিন। শনিবার গভীর রাতে মঙ্গলের লাল মাটিতে অবতরণ করল বেজিংয়ের মঙ্গলযান তিয়ানওয়েন-১ এর জুরং নামের রোভার। প্রথমবার মঙ্গল অভিযানে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত চিন ন্যাশানাল স্পেস অ্যাডমিনিশেনের মহাকাশ বিজ্ঞানীরা।
জানা গেছে, গত ফেব্রুয়ারী থেকেই মঙ্গলের কক্ষপথে পাক খাচ্ছে এই মহাকাশযান। এরপর শনিবার গভীর রাতে জুরং রোভারকে সঙ্গে নিয়ে তিয়ানওয়েন-১ ল্যান্ডারটি দীর্ঘ সাত মিনিটের লড়াই করে সফলভাবে মঙ্গলের মাটিতে নেমে আসে প্যারাশুটে করে। জুরং রোভারটি মঙ্গলের ইউটোপিয়া প্ল্যানিশিয়ায় মিশন চালু করবে।
চিনের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে জানানো হয়েছে, ৯০ টি মঙ্গল দিবসে ঘুরেগ বেড়াবে রোভারটি। সেখান থেকে নানা নমুনা সংগ্রহ করবে। বরফের সন্ধান চালাবে। মঙ্গলপৃষ্ঠের গঠন খতিয়ে দেখবে। এর ফলে লাল গ্রহ সম্পর্কে নানা অজানা তথ্য জানা যাবে। মঙ্গল অভিযান চিনের কাছে একটি বড় জয়। দেশের মহাকাশ গবেষণা সংস্থার কর্তা চি ওয়াংয়ের দাবি, তাদের এই মিশনই এপর্যন্ত মঙ্গলে যত অভিযান হয়েছে, তার মধ্যে সেরা হতে চলেছে।