নারী সুরক্ষায় নয়া প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বর্তমান পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে। বিশেষত উত্তরপ্রদেশের নারী সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠছে হাথরাস (Hathras Gang rape) কাণ্ডের পর থেকেই। যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার কেন সঠিক পদক্ষেপ নিচ্ছে না? মূলত এমন পরিস্থিতির চাপে পরেই যোগী সরকার নারী সুরক্ষার কথা ভেবে একটি নতুন কর্মসূচির উদ্বোধন করেছেন। যার নাম দিয়েছেন ‘মিশন শক্তি’ (Mission Shakti)।

দিয়েছেন ‘মিশন শক্তি’ (Mission Shakti) উদ্বোধন করে তিনি জানান রাজ্যের ১৫৩৫টি থানায় একটি আলাদা কক্ষ করা হবে, যেখানে মহিলারা তাঁদের সব রকম অভিযোগ জানাতে পারবেন। এবং ওই কক্ষে একজন মহিলা কনস্টেবল থাকবেন যিনি ওই অভিযোগ মন দিয়ে শুনবেন এবং অভিযোগের ভিত্তিতে খুব দ্রুত ব্যবস্থা নেবেন।

এই নয়া মিশনের মূল লক্ষই হল মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমানো। এদিন তিনি বলরামপুরের ধর্ষণের ঘটনায় শোকপ্রকাশ করেন। সব শেষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) জানান পুলিশ ও সরকারের প্রত্যেক দপ্তরকে এই মিশনে অন্তর্ভুক্ত হতে বলেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস