আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: করোনার আবহের জেরে বেসামাল গোটা বিনোদন দুনিয়া। করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন ছবির মুক্তিতে ছন্দ কাটলেও। গত বছর বাতিল হয়েছিল, অনেক অ্যাওয়ার্ড সেরেমানি আসর। তবে এবার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে গত বৃহস্পতিবার ঘোষিত হল ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কারের (Filmfare Awards) চূড়ান্ত মনোনয়ন তালিকা।এবারের সেরার তালিকায় রয়েছে, দীপিকা পাদুকোন, কঙ্গনা রানাউত এছাড়াও আরও অনেকে, রয়েছে বলিউডের প্রয়াত দুই অভিনেতা ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)।
এক নজরে দেখে নিন ফিল্মফেয়ারের মনোনয়নের তালিকায় কারা কারা রয়েছে।
সেরা পরিচালকের তালিকা– অনুরাগ কাশ্যপ (লুডো)। অনুভব সিনহা (থাপ্পড়)। ওম রাউত (তানাজি)। শরণ শর্মা (গুঞ্জন সাক্সেনা)। সুজিত সরকার (গুলাবো সিতাবো)।
সেরা ছবির তালিকায় রয়েছে– গুলাবো সিতাবো। গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল। তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র। থাপ্পড়
সেরা অভিনেতা-অজয় দেবগণ (তানাজি)। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) (গুলাবো সিতাবো)। আয়ুষ্মান খুরানা (শুভ মঙ্গল যাদা সাবধান)।ইরফান খান (আংরেজি মিডিয়াম)। রাজকুমার রাও (লুডো)। সুশান্ত সিং রাজপুত (দিল বেচারা)।
সেরা অভিনেত্রী– (মহিলা)- দীপিকা পাদুকোন (Deepika Padukone) (ছপক)।জাহ্নবী কাপুর (গুঞ্জন সাক্সেনা)। কঙ্গনা রানাউত (Kangana Ranaut) (পাঙ্গা)। তাপসী পান্নু (থাপ্পড়)। বিদ্যা বালান (শকুন্তলা দেবী)।
সেরা গল্প– অনুভব সিনহা (থাপ্পড়)। হার্দিক মেহতা (কামইয়াব)। জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)। কপিল সাওয়ান্ত, রাজেশ কৃষ্ণন (লুটকেস)। শুভম (এব অ্যালি ও)।
সেরা গায়কের তালিকায় রয়েছেন– অরিজিৎ সিং (লভ আজকাল)। অরিজিৎ সিং (লুডো)। আয়ুষ্মান খুরানা (শুভ মঙ্গল যাদা সাবধান)। দর্শন রাভাল (লভ আজকাল)। রাঘব চৈতন্য (থাপ্পড়)। বেদ শর্মা (মালাং)।
সেরা গায়িকা– অন্তরা মিত্র (লভ আজকাল)। আশিস কউর (মালাং)। পলক মুচ্ছল (গুঞ্জন সাক্সেনা)। শ্রদ্ধা মিশ্র (শিকারা)। সুনিধি চৌহান (শকুন্তলা দেবী)।