Friday, March 24, 2023

দেশজুড়ে শুরু হতে চলেছে “Catch the Rain” ক্যাম্পেন, ‘মন কি বাত’-এ বার্তা PM Modi-র

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফেব্রুয়ারির শেষে মন কি বাত’ (Mann ki Baat) রেডিও অনুষ্ঠানে আত্মনির্ভরতার (Aatmanirbhar) বার্তার সাথে সাথে জল সংরক্ষণের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, ‘দেশজুড়ে ১০০ দিন ‘Catch the Rain’ ক্যাম্পেন চালাবে দেশের জল শক্তি মন্ত্রক। এই ক্যাম্পেনের মূল কারন বলতে গিয়ে তিনি বলেন, জল প্রকৃতিক অত্যন্ত দামী এক উপহার। তাই এই সম্পদকে বাঁচাতে হবে। এই দায়িত্ব সবার।’

‘মন কি বাত” (Mann ki Baat) রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, সামনেই গ্রীষ্ম। সামনের মাস গুলিতে জল সংরক্ষন সম্পর্কে ভাবার সঠিক সময়। এর পরই বলেন গতকাল মাঘী পূর্ণিমা ছিল। এই উত্সবের সঙ্গে জড়িয়ে রয়েছে নদী, হ্রদ সহ অন্যান্য জলের উৎস। জল আমাদের জীবন। এই সম্পদকে আমাদের বাঁচাতে হবে। তাঁর মতে জল পরশপাথরের থেকেও দামি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ‘জল ধরো জল ভরো’ প্রকল্প কয়েক বছর আগে চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে কি এবার সেই চেনা পথেই হাঁটতে চলে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট