আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দুর্গাপূজা ভারতের সর্বাপেক্ষা প্রতীক্ষিত উৎসব। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। সাজো সাজো রবে সারা বাংলা। তবে স্বরাষ্ট্রমন্ত্রক উৎসবের মরশুমে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ ভাবে ছাড় দিয়েছেন। করোনা আবহে কেমন হবে অনুষ্ঠান, এবং কতজন উপস্থিত থাকতে পারবেন। কি কি নিয়মে পালন হবে অনুষ্ঠান। সবকিছুর জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। কি কি বলা হয়েছে ওই নির্দেশনায় জেনে নিন।
(১) প্রথমত অডিটোরিয়ামের যে কোনো ধরনের অনুষ্ঠানে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ থাকবে দর্শক (সর্বাধিক ২০০ জন) উপস্থিতি থাকতে পারবেন। অনুষ্ঠানের শুরুর আগে ও পরে গোটা অডিটোরিয়াম স্যানিটাইজ করতে হবে।
(২) অনুষ্ঠান শুরুর ঠিক সাতদিন আগে শিল্পী, কলা-কুশলী-সহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে করোনা পরীক্ষা করাতে হবে। এবং ওই পরিক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা করতে হবে।
(৩) উপস্থিত প্রত্যেককে মাস্ক পরতে হবে ও ৬ ফুটের দূরত্ব মেনে চলতে হবে।
Ministry of Culture issues detailed Standard operating procedure for cultural functions & programs on preventive measures to contain spread of COVID-19; cultural activities shall continue to be prohibited inside containment zones. pic.twitter.com/OIQGmShyZ0
— ANI (@ANI) October 15, 2020
(৪) কনটেনমেন্ট জোনে কোনো রকম অনুষ্ঠান করা চলবে না।
(৫) টিকিট কাটা বা আর্থিক লেনদেনে ডিজিটাল প্ল্যাটফর্মেই করতে হবে।
(৬) অনুষ্ঠানে শিল্পীদের ড্রেসিং রুমের ব্যবহার কম করতে বলা হয়েছে। এক্ষেত্রে বাড়ি থেকে প্রস্তুত হয়ে আসতে বলা হয়েছে।
(৭) স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
(৮) অডিটোরিয়ামের এসির তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি রাখতে হবে।