Friday, March 31, 2023

আন্তঃরাজ্য যাত্রী ও পণ্য পরিবহণ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ নির্দেশিকা দিল কেন্দ্র

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ মহামারী করোনার জেরে দেশের জন জীবন বিপর্যস্ত। করোনা রুখতে বিগত কয়েক মাস ধরে দেশ জুড়ে চলছিল লকডাউন। এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছিল দেশের পরিবহন ব্যবস্থা। এর ফলে বহু ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছিল। তবে এই মুহূর্তে দেশ জুড়ে আনলক প্রক্রিয়া চলছে। তাই এই সময় এক রাজ্য থেকে আরেক রাজ্যে কোনও ব্যক্তি বা পণ্যবাহী গাড়ির যাতায়াতের কোনও সমস্যা না হয়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যেক রাজ্যকেই নির্দেশ দিয়েছে ৷

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের একটি নির্দেশিকা পাঠিয়েছে। যেখানেতিনি বলেছেন আন্তঃরাজ্য বানিজ্যিক পণ্য পরিবহণের ক্ষেত্রে কোনো ভাবেই বিকল্প কিছু নিষেধাজ্ঞা জারি করতে পারবে না রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

ওই নির্দেশিকাতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলির সঙ্গে চুক্তি অনুসারে, আন্তঃরাজ্য বানিজ্যিক পণ্য পরিবহণের জন্য পৃথক অনুমতি বা পারমিটের প্রয়োজন হবে না। এটাও জানানো হয়েছে ‘আনলক-৩’ গাইডলাইন্সগুলি দেশজুড়ে ৩১ অগাস্ট পর্যন্ত বৈধ।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট