Outlinebangla Desk: কোভিডের চিকিৎসা পদ্ধতি থেকে এবার বাদ পড়ল প্লাজমা থেরাপি। আইসিএমআর সূত্রে জানা গেছে, করোনা চিকিৎসায় কার্যকর হচ্ছে না প্লাজমা থেরাপি। তাই প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনস থেকে বাদ দেওয়া হয়েছে প্লাজমা থেরাপিকে।
করোনার প্রকোপ যত বাড়ছে ততই প্লাজমাদাতাদের চাহিদা বাড়ছে। যে সমস্ত রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন তাদের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে সেখান থেকে প্রয়োজনীয় অ্যান্টিবডি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা করা হত। কিন্তু আইসিএমআর এবং জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে প্রত্যেক সদস্যেদের দাবি, মারণ ভাইরাসের উপর প্লাজমা থেরাপি কোন কাজ করে না। আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি বা মৃত্যু কোন কিছুই আটকানো যাচ্ছে না। তাই দুই পক্ষ থেকেই একে বাদ দেওয়ায় মত দিয়েছেন।
প্রসঙ্গত, গত মার্চ মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্লাজমা থেরাপিকে করোনা চিকিৎসার অন্তর্ভুক্ত করেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম দেওয়া হয়, ‘কোভিড-১৯ কনভালেসেন্ট প্লাজমা ট্রান্সফিউশন’।