New guidelines on vaccination: আবার টিকাকরণ নিয়ে নতুন গাইডলাইন কেন্দ্রর, জেনে নিন বিস্তারিত

Outlinebangla Desk: করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশ বেসামাল। এই পরিস্থিতি (corona situation india ) নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলছে টিকাকরণ প্রক্রিয়া। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই টিকা কর্মসূচি। প্রথম পর্বে করোনা যোদ্ধা ও ফ্রন্টলাইন কর্মীদের দেওয়া হয়েছে। ১ মার্চ থেকে দ্বিতীয় পর্বে টিকাকরণ হয়েছে। এই পর্বে দেশের বয়স্ক ও অসুস্থ নাগরিকদের টিকা দেওয়া হয়েছে। এরপর দেওয়া হয়েছে ৪৫ বছরের উর্দ্ধে যাদের বয়স। এখন ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিরা টিকা নিতে পারবেন। তবে কেন্দ্রের তরফে ৪৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে টিকাকরণ নিয়ে একটি গাইডলাইন (guidelines on vaccination) জারি করা হয়েছে। যাঁরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের যাতে কোন অসুবিধা না হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন গাইডলাইনে (guidelines on vaccination) জানানো হয়েছে-
• অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কোউইন এর সাহায্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
• আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা নম্বর ও আইডি ব্যবহার করা উচিত নয়।
• টিকাকরণের দিন কোন মাদক দ্রব্য সেবন করা যাবে না।
• ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ভয় পাবার কোন কারণ নেই।
• দ্বিতীয় ডোজের জন্য কোউইনে আর রেজিস্ট্রেশন করার দরকার নেই।

অন্যদিকে নতুন গাইডলাইন অনুযায়ী, যাঁরা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তাঁরা তিন মাস অপেক্ষা করতে পারবেন ভ্যাকসিন নেওয়ার জন্য। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন তারাও অপেক্ষা করতে পারবেন ।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস