Sunday, March 26, 2023

বায়ুসেনার জন্য ৮৩টি দেশীয় যুদ্ধবিমান Tejas কিনছে সরকার

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি তেজস (Tejas) যুদ্ধবিমান কেনার ছাড়পত্র দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। সুত্রের খবর অনুযায়ী, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (হ্যাল) কাছ থেকে তেজস (Tejas) অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চলেছে বায়ুসেনা।

এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এই ৮৩ টি তেজস যুদ্ধবিমান কিনতে খরচ হবে ৪৮ হাজার কোটি টাকা। তেজসের এই অত্যাধুনিক যুদ্ধবিমান আগামী দিনে ভারতীয় বায়ুসেনাদের প্রধান ভরসা হবে। এছাড়াও তিনি জানান এই যুদ্ধবিমানে ৬০ শতাংশ ভারতীয় যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও জানান, হ্যাল-এর নাসিক এবং বেঙ্গালুরু ডিভিশনে এর যন্ত্রাংশ উৎপাদনের উন্নত পরিকাঠামো ব্যবস্থা করা হচ্ছে।

গতবছর মার্চ মাসে প্রতিরক্ষা ক্রয় পরিষদ তেজসের জুদ্ধবিমান কেনার সুপারিশ করেছিল। তারই ভিত্তিতে এমন পদক্ষেপ। জানা গিয়েছে ওই ৮৩ টি যুদ্ধ বিমানের মধ্যে ৭৩টি ফাইটার ও ১০টি ট্রেনার এয়ারক্রাফট। এই যুদ্ধবিমানগুলি এসে গেলে মোট ১২৩টি তেজস থাকবে বায়ুসেনার কাছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট