করোনার প্রভাব, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩০ শতাংশ পাঠ্যক্রম কমাল CBSE

আউটলাইন বাংলা ডেস্কঃ করোনার জেরে গোটা দেশের মানুষ স্বাভাবিক ছন্দে চলা ফেরার তালমিল হারিয়ে ফেলেছে। নান পন্থা অবলম্বন করেও সংক্রমনের গতিবিধিকে আটকানো যাচ্ছে না। তবে এমন পরিস্থিতির মাঝে আনলক ওয়ানের মাধ্যে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও। লকডাউনের জেরে গত তিন মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন শুরু থেকেই বাড়িতে বসেই পড়াশুনা করছে সমস্ত ছাত্র-ছাত্রীরা। তাই এবার পড়াশুনার চাপ কমাতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩০ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সিবিএসই (CBSE)। এমনটা জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।

সিবিএসই (CBSE) বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমনের জেরে বাড়িতে বসেই পড়াশুনা করতে হচ্ছে সমস্ত ছাত্র-ছাত্রীদের, তাই তাদের কথা ভেবে ও মানসিক চাপ কমাতে ৩০ শতাংশ সিলেবাস কমিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে গুরুত্ব পূর্ণ বিষয় সিলেবাসে রেখে বাদ দেওয়া হবে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে জানিয়েছেন করোনার মহামারীর কারনে আগেই সিবিএসই (CBSE) বোর্ডকে বলা হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাস কমানোর বিষয়ে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন সিলেবাস কম করার বিষয়ে শিক্ষাবিদদের কাছে পরামর্শ নেওয়া হয়েছে। এবং ১৫০০ মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। তবে তা শুধুমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্ষেত্রে প্রয়োজ্য হবে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস