নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ লক ডাউনের জেরে আটকে রয়েছে সব কিছু। এই পরিস্থিতি সাময়িক, হয়ত কয়েকমাস পরে ঠিক হয়ে যাবে, কিন্তু চাকরি প্রার্থীরা আশায় দিন গুনছেন অনেক বছর ধরে, লক ডাউনের পরেও কি তাদের কোন সুরাহা হবে? নেই নিশ্চয়তা।
এই মর্মে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরী প্রার্থী মঞ্চ বীরভূম জেলার পক্ষ থেকে,সাঁইথিয়া বিধানসভার বিধায়ক মাননীয়া শ্রীমতী নীলাবতী সাহা মহাশয়াকে,উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় থাকা প্রার্থীদের দ্রুত নিয়োগের জন্য ডেপুটেশন প্রদান করা হল ৷ “উনি আশ্বস্ত করেছেন যে,মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ই মেলের মাধ্যমে পৌঁছে দেবেন ৷ আর আমাদের পাশে আছেন ও মানবিকতার সঙ্গে সমস্ত বিষয় বিবেচনা করা হবে বলে জানান ৷” এরকমটাই বললেন এক চাকরি প্রার্থী।
প্রার্থীদের বক্তব্য ২০১৪ সালে পরীক্ষা হয়েছিলো, তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যাওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় নি। ৭ বছর ধরে তারা এই মানসিক জন্ত্রনা সহ্য করছেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যত তারাতারি সম্ভব আইনি জটিলতা কাটিয়ে নিয়গের ব্যবস্থা করা হোক।