Thursday, March 23, 2023

সাংহাই র‍্যাঙ্কিং ২০২০ অনুযায়ী সেরার শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে সপ্তম স্থানে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় এবছরে সেরার শিরোপা পেল। সাংহাই র‍্যাঙ্কিংয়ের বিচারে দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্ৰথম স্থানে রয়েছে রাজ্য সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘সাংহাই র‍্যাঙ্কিং (Shanghai Ranking) বা ২০২০ সালের অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভারতের মধ্যে মেধা এবং কৃতিত্বের মাপকাঠিতে প্রথম স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।’

দেশের সামগ্রিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই গর্বের প্রতিষ্ঠান। প্রথম স্থানে জায়গা নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। অন্যদিকে আইআইটি খড়গপুর, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে তালিকায় পিছিয়ে রয়েছে। এই সাফল্যের জন্য পরে আবার একটি টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন,‘এটা গোটা রাজ্যের কাছে গর্বের মুহূর্ত। আমি সকল শিক্ষক, গবেষক, পড়ুয়াকে আন্তরিক শুভেচ্ছা জানাই যারা এই অসামান্য কৃতিত্বে নিজেদের অবদান রেখেছেন।’

সাংহাই র‍্যাঙ্কিং ২০২০ অনুযায়ী, দ্বিতীয় স্থান অধিকার করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। তৃতীয় নম্বরে আছে জেএনইউ বিশ্ববিদ্যালয়। এমনকি প্রথম পাঁচে নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। সপ্তম স্থান অধিকার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট