Outlinebangla Digital Desk: একদিকে দেশের করোনার প্রকোপে অর্থনৈতিক অবস্থা মুখ থুবরে পড়েছে। মধ্যবিত্তদের আয় তলানিতে এসে দাঁড়িয়েছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। এর মধ্যেই জ্বালানি দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। সংসার চালাতে এখন বহু মানুষ দরকারি পণ্য ও পরিষেবার খরচ কাটছাঁট করা শুরু করেছেন। তালিকা থেকে বাদ পড়েছে মুদিখানা দ্রব্য। এমনই তথ্য উঠে এসেছে বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক শাখার রিপোর্টে।
রিপোর্টে স্টেট ব্যাঙ্ক গোষ্ঠীর মুখ্য আর্থিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষ লিখেছেন, ‘‘তেল কেনার খরচ বাড়ানোর পাশাপাশি ক্রেতারা স্বাস্থ্য খাতের খরচ কমিয়েছেন। এসবিআই কার্ডের মাধ্যমে খরচের তথ্য বিশ্লেষণ করতে গিয়েই এই ছবি উঠে এসেছে। এমনকি তেলের দাম মেটাতে গিয়ে মুদিখানার খরচ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খরচও কমিয়েছেন মানুষ।’’
বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ ১৬ টি রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। ৩ টি রাজ্যে ডিজেলের দামও ১০০ পেরিয়েছে।এর সাথে রান্নার গ্যাসের দামও বাড়ছে। ফলে জ্বালানির জোগান দেওয়া সাধারণ মানুষের কাছে অসম্ভব হয়ে পড়ছে। অন্যদিকে, তেলের দাম বৃদ্ধি নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেস। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম অভিযোগ করেছেন, সরকার মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে। স্টেট ব্যাঙ্কের রিপোর্টে জ্বালানির দাম কমানোর জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।