Homeরঙ্গমঞ্চপ্রয়াত বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান

প্রয়াত বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফের একবার শোকের ছায়া বলিউড মহলে। প্রয়াত বলিউডের জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার সরোজ খান। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্তের কারনে ১৭ জুন থেকে তিনি ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ তার মৃত্যু হয়। জানা গিয়েছে ডান্স কোরিওগ্রাফার সরোজ খানের করোনা পরীক্ষা করা হয়েছিল তবে রিপোর্টে নেগেটিভ আসে।

শুক্রবার সকালে সরোজ খানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে সিনে দুনিয়ায়। তিনি কোরিওগ্রাফির কাজ শুরু করে ১৯৭৪-এ। ৩ বার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

জনপ্রিয় গান হাওয়া হাওয়াই, এক দো তিন, ধকধক করনে লগা ও ডোলা রে ডোলা,এছাড়াও আরও অনেক গানে কোরিওগ্রাফি করেছিলেন তিনি৷ তবে তিনি শেষ ডান্স কোরিওগ্রাফ করেছিলেন কলঙ্ক ছবির তবাহ গানটিতে।

এই মুহূর্তে