Homeরঙ্গমঞ্চDurga Puja 2021: বাড়ির পুজো মণ্ডপে বাঙালি সাজে Kajol, দেখুন..

Durga Puja 2021: বাড়ির পুজো মণ্ডপে বাঙালি সাজে Kajol, দেখুন..

Outlinebangla Digital Desk: শুধু শহর কলকাতা নয়, মুম্বই শহরে বেশ কিছু নামী পরিবারে দেবী দুর্গার আরাধনা করা হয়, যেখানে সামিল হয় প্রবাসী বাঙালিরা। এরই মধ্যে অন্যতম হল মুখার্জি বাড়ির দুর্গা পুজো। প্রতিবারের মতই এবারেও নিজের বাড়ির পুজোয় যোগ দিলেন কাজল। দুর্গা পুজোর চারদিন বলা চলে অঞ্জলি, ভোগ বিতরন, সিঁদুর খেলা সবেতেই অংশ নেন তিনি।

গতকাল অর্থাৎ সপ্তমীর সকালে জনপ্রিয় অভিনেত্রী কাজল গোলাপী রঙের শড়ি, সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। টিপ, খোঁপা একদম বাঙালি সাজে নজর কেড়ে নেন সকলের। ওই দিন কাজলের সাথে দেখা যায় তাঁর খুড়তুতো বোন সর্বাণীকেও। এছাড়াও ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, দেবু মুখোপাধ্যায় প্রমুখেরা।

পুজোর সময় খোশমেজাজে থাকলেও হঠাৎ আবেগঘন হয়ে পরেন অভিনেত্রী, কেঁদে ফেলেন কাজল। মনই দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিনেত্রী চোখের জল মুছছেন নিজের কাকা দেব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই। এবং ভাইঝিকে অর্থাৎ কাজলকে দেখেই কাকাও স্নেহের সঙ্গে জড়িয়ে ধরে। পুজোর দিন এ যেন এক আবেগঘন মুহূর্ত।

এই মুহূর্তে