Thursday, March 23, 2023

বলি ডিভা অদিতির সঙ্গে জুটি বেঁধে ওয়েব সফরে এবার বুম্বাদা

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বর্তমান পরিস্থিতিতে মানুষের মনোরঞ্জনের মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলি। তাই সৃজিত মুখোপাধ্যায়, অনুরাগ বাসুর মতো বিখ্যাত পরিচালকেরা উপহার দিয়েছেন একের পর এক ওয়েব সিরিজ। এবার ওয়েব সিরিজের তালিকায় নতুন নাম টলিপাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

বুম্বাদার বিপরীতে বলিউড অভিনেত্রী অদিতি রায় হায়দারি (Aditi Rao Hydari) অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই সিরিজটি। “স্যাক্রেড গেমস” (Sacred Games) পরিচালক বিক্রমাদিত্য মেটিওয়ান (Vikramaditya Motwane) ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের সমস্ত দিকটিই ফুটিয়ে তুলবেন পর্দায়। শুধু বর্তমান সময়ই নয় বিগত চল্লিশের দশক থেকেই শুরু হবে কাহিনী। এই সিরিজটির নাম “স্টারডাস্ট”(Stardust)। এতে ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি, হিংসা ,সংস্কৃতি সবই উঠে আসবে।

বলিউডের অভিনেতা অপারশক্তি খুরানার (Aparshakti Khurrana) পাশাপাশি টলিপাড়ার আরো কয়েকজনকে দেখা যাবে বলে সূত্রের খবর। চলতি বছর মার্চ-এপ্রিলে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা। এখন শুধু সময়ের অপেক্ষা দর্শকের মন জয় করতে এই জুটি ঠিক কতটা সফল হয়।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট