Friday, March 31, 2023

করোনা পরিস্থিতিতে এবার একটি গ্রামকে খাওয়ানোর দায়িত্ব নিলেন সুপার হিরো সোনু সুদ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার তীব্র সংকটে গত দেড় বছর ধরে সোনু সুদ সবাইকে সাহায্য করে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে কেউ পড়তে না পারলে পড়ার ব্যবস্থা করে দেওয়া, অক্সিজেন,ওষুধের ব্যবস্থা করে দেওয়া সবেতেই একটাই নাম -সোনু সুদ।এবার একটি গ্রামকে খাওয়ানোর দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে।

‘ড্যান্স দিওয়ানে’ রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন সোনু সুদ।সেই শোয়ের প্রতিযোগী উদয় সিং, পেশায় দিনমজুর,মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের প্রত্যন্ত গ্রাম নিমাচের বাসিন্দা। তিনি শোয়ের মঞ্চে সোনুকে পেয়ে কাঁদতে কাঁদতে তাঁর গ্রামের দুর্দশার কথা বলেন। তিনি জানান করোনা পরিস্থিতির জন্য গ্রামের সবাই দুবেলা দুমুঠো খেতেও পারছেন না।

এর পরেই সোনু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, “উদয় আমি তোমার গ্রামের মানুষদের বলতে চাই, এই লকডাউন ১ মাস, ২ মাস বা ৬ মাস যত দিনই চলুক তাঁরা সবাই রেশন পাবেন। ওঁদের বলো চিন্তা করার কিছু নেই। কেউ খালি পেটে থাকবেন না।”কিছুদিন আগেই সোনু সুদ নিজেই করোনা আক্রান্ত হন। সেই সময় তিনি কারোর সাহায্য করতে পারেন নি। সুস্থ হতেই ফের কাজ করা শুরু করেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট