আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনায় (Corona) আক্রান্ত রণবীর কাপুর (Ranbir Kapoor)। তাঁর অসুস্থতার খবর জানালেন তাঁর মা নীতু কাপুর (Neetu Kapoor)। বর্তমানে মুম্বইয়ের (Mumbai) বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। রনবীর এইমুহূর্তে চিকিৎসকের পরামর্শ মতো চলছেন।
খুব তারাতারি সুস্থ হয়ে ফের রণবীর শ্যুটিং ফ্লোরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মা নীতু কাপুর। এছাড়াও রণবীর কাপুর যাতে খুব তারাতারি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য অনুরাগীরা যে পার্থনা করেছেন তাদের কেউ ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত গত বছরের শেষের দিকে করোনা পজিটিভ হয়েছিল নীতু কাপুর (Neetu Kapoor)। পঞ্জাবে যুগ যুগ জিয়ো-র শ্যুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হন নীতু কাপুর।