আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফের বড়পর্দায় দেখা যাবে অমিতাভ-দীপিকা জুটি কে । আজ থেকে ৬ বছর আগে সুজিত সরকারের পিকু ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। ২০২০ সালের জানুয়ারি মাসে সুনীর ক্ষেত্রপাল এবং ওয়ার্ন ব্রাদার্স ঘোষণা করেন হলিউড ছবি ‘দ্য ইনটার্ন’ এর হিন্দি রিমেক। প্রথমবার ঋষি কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। জানা যায়, রবার্ট ডি নিরো এবং অ্যান হ্যাথওয়ের চরিত্রে অভিনয় করবেন ঋষি কাপুর ও দীপিকা পাড়ুকোন।
এর মাঝে হঠাৎই ছন্দপতন। মারা যান ঋষি কাপুর। ফলে ছবির কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু ছবির নির্মাতারা নতুন করে কাজ শুরু করতে চাইছেন। এবারে ঋষি কাপুরের জায়গায় থাকবে অমিতাভ বচ্চন। রবার্ট ডি নিরোর চরিত্রে তিনি অভিনয় করবেন।
ছবির শুটিং কবে শুরু হচ্ছে তা এখনও জানা যায় নি। ছবির পরিচালক অমিত শর্মা। তিনি এখন ‘ময়দান’ ছবির পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত।