নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ করোনা সংক্রমণ দেশ জুড়ে ক্রমশ বেড়েই চলেছে, নানা পন্থা অবলম্বন করেও কোনো ভাবেই রোখা সম্ভব হচ্ছে না। তাই এবার করোনা ভাইরাসের সাবধানতায় ব্লক অফিসের সমস্ত আধিকারিক ও কর্মীদের করোনা পরিক্ষা করার জন্য লালারস সংগ্রহ করল স্বাস্থ্য দফতর। ঘটনাটি বীরভূমের মুরারই এক নম্বর ব্লকে।
ওই ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার সহ মোট ৪২ জন কর্মীর লালারস সংগ্রহ করা হয়। এদিন মুরারই গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা এই লালারস সংগ্রহ করেন। সংগৃহীত লালারসের নমুনা পাঠানো হবে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুরারই এক নম্বর ব্লকের করোনা সংক্রমিত এলাকায় ব্লক অফিসের বিভিন্ন কর্মী কোভিট মোকাবিলার কাজে যুক্ত রয়েছেন।
তাদের স্বাস্থ্য সচেতনতা স্বরূপ করোনা পরীক্ষা করার উদ্যোগ নেয় ব্লক প্রশাসন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সকল মানুষদেরকে জানানো হয়েছে বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়াও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া গাইডলাইন গুলি প্রত্যেককে মেনে চলতে হবে।