Friday, March 31, 2023

মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে নয়া পরিকল্পনা বিজেপি-র

Outlinebangla Digital Desk: আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে সপ্তম বছর পূর্ণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যায় ভোটে জিতে ক্ষমতায় আসে গেরুয়া শিবির। বর্ষপূর্তি উপলক্ষ্যে মানুষের পাশে থাকার পরিকল্পনা গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি।

বর্তমান সময়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে নাজেহাল কেন্দ্রীয় সরকার। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথে বাড়ছে মৃত্যুসংখ্যাও। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে বেডের অভাব। অক্সিজেনের অভাবে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। এইরকম পরিস্থিতিতে বারবার আঙ্গুল উঠেছে প্রধানমন্ত্রীর দিকে।মহামারীর মোকাবিলা করতে ব্যর্থ প্রধানমন্ত্রী বলেও অনেকে দাবি করেছেন। করোনার ভ্যাকসিন নিয়েও বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে প্রধানমন্ত্রী। এমনকি লকডাউন এর ফলে আর্থিক মন্দা, বহু মানুষ কর্মহীন সবকিছু নিয়ে কার্যত অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। অন্যদিকে গত নভেম্বরে কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি বিলের বিরুদ্ধে গিয়ে কৃষক আন্দোলনে সামিল হয়েছে দেশের বহু কৃষক।সেই আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই নিয়ে মোদি সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা।

এরমধ্যেই কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি উদ্ধারে ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে নয়া পদক্ষেপ নিতে চলেছে পদ্ম শিবির। এই উপলক্ষ্যে আগামী ৩০ মে গ্রামের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে শুকনো রেশন, স্যানিটাইজার, মাস্ক, অক্সিমিটার। প্রায় এক লক্ষ গ্রামে ত্রানকার্য চালাবে। এর সাথে বিজেপির সভাপতি জে পি নাড্ডার উদ্যোগে ৫০ হাজার রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীদের দুটি করে গ্রামে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট