Homeরঙ্গমঞ্চকরোনা থেকে সুস্থ হয়ে উঠলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

আউটলাইন বাংলা ডেস্কঃ করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সমস্ত পরিক্ষা করার পর শারীরিক অবস্থার উন্নতির জন্য তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, সম্পূর্ণ বিশ্রামের মধ্যে। তবে করোনাকে হারিয়ে বাড়ি ফিরে তিনি জানিয়েছেন করোনার উপসর্গ দেখা দিলে ভয় পাবেন না, চিকিৎসকের কাছে যান। নিজের ওপর আস্থা রাখুন।

গত শুক্রবার করোনা পরিক্ষার রিপোর্টে পজিটিভ এসেছিল লকেট চট্টোপাধ্যায়ের। এই খবর তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন। তিনি ট্যুইটের শেষে লিখেছেন All is well, ট্যুইটে ইতিবাচক বার্তা দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় তাঁর স্বাস্থ্য সংক্রান্ত খবর তিনি নিজেই জানাবেন বলেছিলেন।

তবে আজ বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেবার জন্য ফোন আসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, এছাড়াও রাজ্যের অনান্য নেতা-নেত্রীরা ফোন করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ব্যপারে খোঁজ নেন।

এই মুহূর্তে